Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার, নেত্রকোণা’র তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। নেত্রকোণা জেলার সর্বস্তরের জনসাধারণকে বিজ্ঞান ও আধুনিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সুবিধাদি সম্বলিত সময়সাশ্রয়ী পাঠসেবা ও তথ্যসেবা প্রদানের মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞায় বিকশিত ও সমৃদ্ধ করে জ্ঞানমনষ্ক আলোকিত সমাজ গঠন জেলা সরকারি গণগ্রন্থাগার, নেত্রকোণা’র লক্ষ্য।

সময়সূচি: সপ্তাহের শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। (শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে।)

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ডকুমেন্টারি দেখতে Click/Tap করুন 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জেলা সরকারি গণগ্রন্থাগার, নেত্রকোণা

লাইব্রেরির 

সময় সূচি

শনিবার থেকে বুধবার সকাল ০৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত। 

 বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ( অন্যান্য সরকারি ছুটির দিনে গ্রন্থাগার বন্ধ থাকে ) ।
পুস্তকের সংখ্যা
অন্তর্ভূক্তি রেজিস্টার অনুযায়ী সর্বমোট পুস্তকের সংখ্যা: ৩৬১১১।
দৈনিক পত্রিকা

বাংলা :  ১। ইত্তেফাক, ২। ইনকিলাব,  ৩। প্রথম আলো, ৪। যুগান্তর, ৫। জনকন্ঠ, ৬। কালের কন্ঠ, ৭। সমকাল, ৮। বাংলাদেশ প্রতিদিন, 

          ৯। কালবেলা ১০। জননেত্র (স্থানীয়)। 

ইংরেজি : 1. The Daily Star  
সাময়িকী

বাংলা : ১। সাপ্তাহিক রোববার,  ২। সাপ্তাহিক ‘সপ্তাহের সাপ্তাহিক’, ৩। সাপ্তাহিক বাংলা বিজ্ঞাপন, ৪। পাক্ষিক আনন্দ ধারা, ৫। মাসিক মদিনা, ৬। মাসিক শিক্ষাবার্তা, 

         ৭। মাসিক নিরিক্ষা, ৮। সমাজ নিরীক্ষণ, ৯।পাক্ষিক নিউজ লেটার, ১০। মাসিক সরগম, ১১। মাসিক উত্তরাধিকার, ১২। বাংলাদেশের হৃদয় হতে, ১৩। নতুন 

               দিগন্ত (ত্রৈমাসিক), ১৪। সানন্দা।

 ইংরেজি : 1. The Journal of Social studies
বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

পত্রিকা : ১. দৈনিক ইনকিলাব (ফেব্রুয়ারি-১৯৯৩ থেকে জুলাই-২০১৬), দৈনিক প্রথম আলো (আগস্ট-২০১৬ থেকে জুন-২০১৯), দৈনিক ইত্তেফাক (জুলাই-২০১৯ থেকে ডিসেম্বর ২০২৪) দৈনিক সমকাল (জানুয়ারি ২০২৫ থেকে চলমান)। 

সাময়িকী : বাংলা-   ১. বাংলাদেশ গেজেট (নভেম্বর-১৯৯০ থেকে এপ্রিল-২০১০ এবং জানুয়ারি-২০১১ থেকে চলমান),  ২.  সাপ্তাহিক রোববার (ডিসেম্বর-১৯৯৭ থেকে চলমান)

সাময়িকী : ইংরেজি- 1. News Week ( january-1995 to April-1995) (August-1995 to december-1995),  2. Far Eastern Economic Review (August-1994 to 

December to May-1995)

সম্প্রসারণমূলক কার্যক্রম নেত্রকোণা জেলার সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন : বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সুন্দর হাতের-লেখা প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া বিশেষ বিশেষ দিবসে গ্রন্থ প্রদর্শনী, আলোচনা সভা ওয়ার্কশপ এবং সেমিনারের আয়োজন।
গ্রন্থাগার সেবা ১. পাঠক সেবা, ২. রেফারেন্স সেবা, ৩. সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা, ৪. পরামর্শ সেবা, ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা, ৬. তথ্য অনুসন্ধান সেবা, ৭. পুস্তক লেনদেন সেবা, 
৮.ফটোকপি সেবা, ৯. উপদেশমূলক সেবা, ১০. পুরাতন পত্রিকা সেবা ।
ইন্টারনেট সেবা বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা ।
অন্যান্য কার্যক্রম বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা ।
ভবনের আয়তন ৫,১০০ বর্গফুট ।
পাঠকক্ষের সংখ্যা ০১ (এক) টি ।